26.5 C
Khulna
Tuesday, August 19, 2025

ছাত্রীদের কাছ থেকে বেশি রেসপন্স পাচ্ছি: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রী ভোটারদের কাছ থেকে বেশি রেসপন্স পাচ্ছেন বলে জানিয়েছেন সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, ছাত্রীদের কাছ থেকে বেশি রেসপন্স পাচ্ছি। আমাদের বোনরা আমাদের কাছে এসে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে। আমরা আশাবাদী, আমাদের বোনরা ইসলামী ছাত্রশিবির বা আমাদের জোটকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে।

তিনি আরও বলেন, আমরা তাদের পজিটিভ রেসপন্স পেয়ে অনেক বেশি আশাবাদী। ছাত্রদের মধ্যে আমাদের জুনিয়র বা সমসাময়িকরা নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা ছাত্রদের কাছেও যাচ্ছি, তবে ছাত্রীদের থেকে বেশি রেসপন্স পাচ্ছি।উল্লেখ্য, সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।প্যানেলের অন্যান্য পদে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা হলেন —বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া।

এছাড়া, সদস্য পদে লড়বেন আরও ১৩ শিক্ষার্থী।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ