25.4 C
Khulna
Sunday, August 24, 2025

যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেপ্তার

মাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়া থেকে ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার অস্ত্র আইনে মামলার পর গ্রেপ্তার বায়েজিদ বোস্তামিকে (২৪) আদালতে পাঠিয়েঠে পুলিশ।এর আগে শনিবার ভোররাতে সদর উপজেলার মঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া মধ্যপাড়া গ্রাম থেকে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নওশের বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ির খড়ের গাদার ভেতর থেকে একটি মরিচা পড়া সিলভার রঙের বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়। এ সময় বায়েজিদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের দাবি করে বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে একসময় বিএনপির কর্মী ছিল, তবে কিছুদিন আগে জামায়াতে যোগ দিয়েছে। তাকে রাজনৈতিক শত্রুতার কারণে আটক করানো হয়েছে।’বিষয়টি নিশ্চিত করে বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ‘রাতে যৌথ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের আগে বায়েজিদ আওয়ামী লীগ কর্মী ছিলেন। সরকার পরিবর্তনের পর কিছুদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পরে জামায়াতে যোগ দেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী।’

পুলিশ সুপার আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। সূত্র: ইনডিপেনডেন্ট

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ