26.6 C
Khulna
Thursday, August 28, 2025

খুলনায় উদ্ধার হওয়া বস্তাবন্দি ভাসমান লাশের পরিচয় মেলেনি

পচন ধরায় শনাক্ত সম্ভব হয়নি, ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছে সিআইডি

খুলনা: খুলনার কাজীবাছা নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। মরদেহে ব্যাপক পচন ধরায় সিআইডি ও র‌্যাবের বিশেষজ্ঞ টিম ফিঙ্গারপ্রিন্ট মিলাতে ব্যর্থ হয়েছেন। বুধবার সকালে কয়েকজন ব্যক্তি লাশ শনাক্ত করতে এলেও কেউ সনাক্ত করতে পারেননি।

মঙ্গলবার দুপুরে নদী থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানায়, লাশের পরিচয় শনাক্ত না হলে তা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, লাশ উদ্ধারের পর সিআইডি ও র‌্যাবের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসেন। তবে শরীরের ব্যাপক পচন ও আঙুলের টিস্যু নষ্ট হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সম্ভব হয়নি। পরে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে রাখা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে স্থানীয়রা নদীতে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে লাশ উদ্ধার করে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ