27 C
Khulna
Sunday, September 7, 2025

নুরের শর্ট টাইম মেমরি লস হয়েছে, দাবি রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাসে (শর্ট টাইম মেমরি লস) ভুগছেন বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাশেদ খান বলেন, নুর ছোটখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছেন এবং তাঁর নাক দিয়ে এখনও রক্ত ঝরছে। তিনি অভিযোগ করে বলেন, সরকার থেকে বিদেশে উন্নত চিকিৎসার আশ্বাস দেওয়া হলেও সরকারের একটি অংশ চায় না নুরের শারীরিক অবস্থার উন্নতি হোক।

এ ছাড়া শুক্রবার জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন রাশেদ খান।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ