32.4 C
Khulna
Wednesday, September 10, 2025

‘বেয়াদবি ছুটায় দেব’—ঢাবি ছাত্রদল সভাপতিকে উদ্দেশ করে জামায়াত নেতা সাঈদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে ‘র’ ও দিল্লির দালাল আখ্যায়িত করেছেন জামায়াতের নেতা মেজবাহ উদ্দিন সাঈদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মেজবাহ উদ্দিন সাঈদ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শুরার সদস্য। তাঁর গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ঢাবি ছাত্রদলের সভাপতির এত বড় স্পর্ধা হয় কী করে, ভিসি স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলে। বেয়াদবি কিন্তু ছুটায় দেব। ‘র’ আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।”

এদিকে সাঈদের পোস্ট ঘিরে সমালোচনা ছড়িয়ে পড়েছে। ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এমপি নিজাম হাজারীর সঙ্গে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদের একটি ছবি শেয়ার করে তাঁকে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করেন।

উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই মেজবাহ উদ্দিন সাঈদকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছিল।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ