প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করা সাংবাদিক তারিকুল শিবলীর পরিবারের খোঁজখবর নিয়েছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নিহত সাংবাদিকের পরিবারের হাতে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত সাংবাদিক তারিকুল শিবলী দুই সন্তান রেখে গেছেন। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।
পোস্টে তিনি উল্লেখ করেন, “চার বছরের শিশু আয়াত কথোপকথনের ফাঁকে আমাকে বলছে—‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোনের খোঁজ রাখবো।’”
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে দুই শিশুর খরচের জন্য সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হলো।