প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫
ঢাকা, রোববার — ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে চলমান অবরোধ কর্মসূচির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তায় অবরোধ সৃষ্টি করে লাখো মানুষকে জিম্মি করে রাখা কোনোভাবেই বরদাশত করা হবে না।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “রাস্তা ব্লক করার অধিকার কারও নেই। যদি আজকের মধ্যেই তারা অবরোধ প্রত্যাহার না করে, তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো।”
তিনি আরও জানান, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তুতি, পুলিশের প্রশিক্ষণ, সীমান্ত নিরাপত্তা, ছিনতাই ও চুরি-ডাকাতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুর্গাপূজা ও ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে উদ্ভূত সমস্যাও আলোচনায় আসে।
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী ইউনিয়নকে সম্প্রতি ফরিদপুর-২ আসনে যুক্ত করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। ৫ সেপ্টেম্বর থেকে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে আসছেন।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ থাকলে তা প্রোপার চ্যানেলে জানানো উচিত ছিল। দুটি ইউনিয়নের কারণে লাখ লাখ মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। আর নগরকান্দা ও সালথা উপজেলা ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত। তবে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গার হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।