প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫
ঢাকা: নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, পরবর্তী জাতীয় নির্বাচন অবশ্যই নতুন সংবিধানের অধীনে অনুষ্ঠিত হতে হবে। তা না হলে দেশে আবারও গণ-অভ্যুত্থান ঘটতে পারে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই?’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় যুবশক্তি।
বর্তমান সংবিধান প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, “বাহাত্তরের সংবিধান এখন আর কার্যকর নেই, এটি মৃত সংবিধান। অথচ আমাদের স্টাবলিশমেন্ট সেটিই আঁকড়ে ধরতে চাইছে। বাস্তবে এ সংবিধান নেই, কেবল মৃতদেহের মতো প্রদর্শন করা হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ভিত্তিতে গঠিত হয়েছে—এটি ‘মহা ধাপ্পাবাজি’। তিনি প্রশ্ন তোলেন, “১০৬ ধারার সার্টিফায়েড কপি কোথায়? কোনো শুনানি হয়নি, অথচ আইন অনুযায়ী শুনানি বাধ্যতামূলক। তাহলে সরকারের আইনি ভিত্তি কোথায়?”
জুলাই সনদ প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, “১০৬ ধারার মতো সাংবিধানিক বিধান দিয়ে অতিসাংবিধানিক প্রশ্নের সমাধান সম্ভব নয়। এর মাধ্যমে না সংসদ টিকবে, না জুলাই সনদ কার্যকর হবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেন, “আপনি আইনের সব ধারা মুখস্থ করে ফেলেছেন। কিন্তু আমরা পদ্ধতিগত সমস্যার কথা বলছি। এগুলো কি আপনারা জানেন না? কমিশন যেন কেবল নামসর্বস্ব হয়ে না যায়।”
সেমিনারে সভাপতিত্ব করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, “পুরোনো সংবিধানে এত পরিবর্তন আনা সম্ভব নয়। নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। শুধু মৌখিক অঙ্গীকার দিয়ে এটি বাস্তবায়ন হবে না।”