শতবর্ষী নারীকে উত্যক্তের অভিযোগে ৭৫ বয়স বয়েসী বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫

  • শেয়ার করুন

শেরপুরের নকলা উপজেলায় ১০৫ বছরের এক বৃদ্ধাকে উত্যক্তের অভিযোগে ৭৫ বছর বয়সী ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধনাকুশা খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জফিল উদ্দিনের স্ত্রী জাবিরন ভোরে তাহাজ্জুদ নামাজ আদায় করছিলেন। এ সময় একই গ্রামের জবেদ আলী (৭৫) তার ঘরে ঢুকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে উত্যক্তের চেষ্টা করেন। জাবিরন চিৎকার করে প্রতিরোধ করলে এবং ঠেলে ফেলে দিলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে জবেদ আলীকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী জাবিরন পরদিন (১২ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

নকলা থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খালেক জানান, অভিযুক্ত জবেদ আলীর বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি আগেও এমন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। প্রায় এক বছর আগে তার স্ত্রী মারা যান। বর্তমানে তার তিন ছেলে ও ছয় মেয়ে থাকলেও তারা তার খোঁজখবর নেন না।

শেরপুর জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর জিয়াউর রহমান বলেন, “মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার জামিন হয়নি। বিচার সংক্রান্ত সিদ্ধান্ত আদালত নেবে।”

  • শেয়ার করুন