এবার চাকসু নির্বাচনে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি সোহরাওয়ার্দী হল থেকে মনোনয়নপত্র নেন।

আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, তিনি কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী গণমাধ্যমকে জানান, আয়াজ বন্ধুসহ মনোনয়ন ফরম নিয়েছেন। তবে তিনি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আয়াজ নিজেও জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন কি না এবং করলে কোন পদে করবেন, তা নির্ধারিত হবে।

সাদিক কায়েমের পরিবার খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে বসবাস করছে। তবে তাদের মূল বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। আয়াজ পরিবারের একমাত্র ছোট ভাই, তাদের আরও তিন বোন রয়েছে।

আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে গত রোববার থেকে। আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে, ২৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

  • শেয়ার করুন