প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫
লালমনিরহাট প্রতিনিধি:
সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারানো কিশোরী ফেলানী খাতুনের ঘটনার এক যুগ পর তার ছোট ভাই এবার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি ফেলানীর ভাইয়ের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন। আগামী ১৯ সেপ্টেম্বর তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান ১৫ বছর বয়সী ফেলানী খাতুন। কাঁটাতারে ঝুলে থাকা তার মরদেহের ছবি দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। এক যুগ পর একই বাহিনীতে ফেলানীর ভাইয়ের যোগদানকে পরিবার নতুন আশার আলো হিসেবে দেখছে।
এসময় লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন,
“বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে আছে। তার ভাই যোগ্যতার মাধ্যমে বিজিবিতে নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, প্রশিক্ষণ শেষে তিনি একজন দক্ষ সদস্য হয়ে সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও যোগ করেন,
“ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা আর কখনও না ঘটে—সে বিষয়ে বিজিবি সর্বদা সীমান্তে সতর্ক রয়েছে।”
স্থানীয়রা মনে করছেন, ফেলানীর ভাইয়ের বিজিবিতে যোগদান শুধু পরিবারের নয়, বরং সীমান্ত এলাকায় ন্যায় ও নিরাপত্তার এক নতুন প্রতীক হয়ে উঠবে।