ভারতে জীবন্ত পুঁতে ফেলা কন্যাশিশু উদ্ধার, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

ভারতের উত্তর প্রদেশে মাটিচাপা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে ২০ দিনের এক কন্যাশিশুকে। বর্তমানে শাহজাহানপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) শিশুটি জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক রাখাল ছাগল চরাতে গিয়ে কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি মাটির নিচ থেকে একটি ছোট্ট হাত বেরিয়ে থাকতে দেখেন। পরে গ্রামবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের অধ্যক্ষ রাজেশ কুমার জানান, শিশুটিকে আনার সময় তার শরীর কাদায় মাখানো ছিল এবং নাক–মুখে কাদা ঢুকে যাওয়ায় সে শ্বাসকষ্টে ভুগছিল। এছাড়া শরীরে অক্সিজেনের ঘাটতি ও সংক্রমণ দেখা দেয়। কীটপতঙ্গ ও প্রাণীর কামড়ের চিহ্নও ছিল। প্রথম ২৪ ঘণ্টায় অবস্থার কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে আবার অবনতি ঘটে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল শিশুটির চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা–মাকে এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি শিশুসুরক্ষা হেল্পলাইনে জানানো হয়েছে।

এর আগেও ভারতে এমন ঘটনা ঘটেছে। ২০১৯ সালে উত্তর প্রদেশেই মাটির পাত্রে জীবিত অবস্থায় এক নবজাতককে পুঁতে রাখার ঘটনা সামনে আসে। পরে দীর্ঘ চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে ওঠে।

বিশ্বে নারী–পুরুষ বৈষম্যের দিক থেকে শীর্ষ দেশগুলোর একটি ভারত। বিশেষ করে দরিদ্র পরিবারগুলোতে কন্যাশিশুকে আর্থিক বোঝা হিসেবে দেখা হয়, যার ফলে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রায়ই ঘটে।

  • শেয়ার করুন