ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দেওয়ার আবেদন করেছে ব্রাজিল

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ব্রাজিল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আইসিজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন অনুযায়ী আদালতের সংবিধির ৬৩ অনুচ্ছেদ অনুসারে ব্রাজিল সরকার সম্পৃক্ত হওয়ার ঘোষণা জমা দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলটিতে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে দেড় লাখেরও বেশি। অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গিয়ে একটি পৃথক ত্রাণ উদ্যোগ চালু করে। এই কার্যক্রমে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর ফলে অঞ্চলটিতে তীব্র খাদ্যসংকট ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনী একাধিকবার খাদ্য বিতরণকেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়, যেখানে শত শত মানুষ নিহত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এই মামলায় যুক্ত হয়েছে এবং আরও কয়েকটি দেশ সম্পৃক্ত হওয়ার আগ্রহ জানিয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

  • শেয়ার করুন