প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫
খুলনা, ৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার): খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’ স্লোগানকে সামনে রেখে সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। সকালে সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “সামনের জাতীয় নির্বাচনে আমাদের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা কল্পনার বাইরে। অতীতের তুলনায় এখন অনেক বেশি সম্ভাবনা আমাদের সামনে উন্মুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, অন্তত ১৬০টি আসনে বিজয় অর্জন করতে পারব।”
তিনি আরও বলেন, বার্ধক্যের আগেই যৌবনের সময়কে কাজে লাগাতে হবে এবং প্রাক্তন নেতাকর্মীদের উচিত সংগঠনের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রাখা। একইসঙ্গে অহংকার ও অপ্রয়োজনীয় বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা পর্বে প্রাক্তন ও বর্তমান বিভিন্ন দায়িত্বশীল নেতা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন মহানগরীর সাবেক সভাপতি শেখ কামরুল আলম, অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, ড. জিএম শফিকুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমির মাওলানা এমরান হুসাইনসহ অন্য নেতারা।
খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সংগঠনের বিভিন্ন সময়ের দায়িত্বশীল ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।