গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক গার্দিওলার

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫

  • শেয়ার করুন

গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। নিজের জন্মশহর বার্সেলোনায় আয়োজিত এক প্রো-গাজা বিক্ষোভে সমর্থন জানিয়ে তিনি এক ভিডিও বার্তায় বলেন, “আমরা সরাসরি একটি গণহত্যা দেখছি।”

৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় আরও বলেন,
“হাজার হাজার শিশু ইতোমধ্যেই নিহত হয়েছে এবং আরও অনেকের মৃত্যু আসন্ন। গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অসংখ্য মানুষ আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ ছাড়াই বেঁচে থাকার চেষ্টা করছে। কেবল সংগঠিত নাগরিক সমাজই এখন জীবন বাঁচাতে পারে এবং সরকারগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।”

তিনি ঘোষণা দেন, আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টায় বার্সেলোনার হারদিনেতস দে গ্রাসিয়া এলাকায় এই গণহত্যা বন্ধের দাবিতে মানুষ রাস্তায় নামবে।

গার্দিওলার ভিডিওটি সামাজিক মাধ্যম এক্স-এ (আগের টুইটার) ইতোমধ্যেই ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।

এটি প্রথম নয়, এর আগে গত জুনে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণের সময়ও গাজার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তখন তিনি বলেন, “গাজায় যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক। এটি কোনো মতাদর্শ নয়, এটি জীবন ও মানবতার প্রশ্ন।”

ফুটবল দুনিয়ায় গাজার পক্ষে অবস্থান

গার্দিওলা যোগ দিলেন সেইসব ফুটবল ব্যক্তিত্বদের দলে, যারা সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

২৯ সেপ্টেম্বর, ৫০ জন পেশাদার ফুটবলার এক যৌথ চিঠিতে উয়েফাকে আহ্বান জানান ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে। সই করা ফুটবলারের মধ্যে আছেন ক্রিস্টাল প্যালেসের শেইখ দুকুরে, সাবেক চেলসি তারকা হাকিম জিয়াচ, আনোয়ার এল গাজি, সাবেক ইপসউইচ টাউন অধিনায়ক স্যাম মরসি ও সাবেক লেস্টার কোচ নাইজেল পিয়ারসন।

৩ অক্টোবর, আথলেতিক ক্লাব বিলবাও ঘোষণা দেয়, তারা সান মামেসে মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে একদল ফিলিস্তিনি শরণার্থীকে আমন্ত্রণ জানাবে।

এর আগে ওসাসুনা–গেতাফে ম্যাচে, ১০তম মিনিটে দর্শকেরা টেনিস বল মাঠে নিক্ষেপ করে ইসরায়েলবিরোধী প্রতিবাদ জানান, যার ফলে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

ফুটবল দুনিয়ায় ক্রমেই বাড়ছে গাজার প্রতি সংহতি ও সহানুভূতির প্রকাশ, আর সেই তালিকায় এবার যুক্ত হলেন বিশ্বের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা।

  • শেয়ার করুন