আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো- এ স্লোগান আর চলবে না: জামায়াত নেতা

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

  • শেয়ার করুন

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে—এবার তারা জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন পরিবর্তন দেখতে চায়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পেরুল উত্তর ইউনিয়ন জামায়াত আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো—এই স্লোগান এখন আর চলবে না। ভোট একটি আমানত। এই আমানত দিয়ে যে প্রতিনিধিকে নির্বাচিত করা হবে, তিনি যদি পরবর্তীতে খুন, দুর্নীতি বা জনগণের সম্পদ আত্মসাৎ করেন, তবে সেই দায় ভোটদাতাকেও নিতে হবে। তাই সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকে ভোট দিতে হবে।”

মাওলানা ইয়াছিন আরাফাত আরও বলেন, “আমরা এমন একটি বাসযোগ্য রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে ধর্ম, বর্ণ বা সংখ্যাগরিষ্ঠতা-সংখ্যালঘু বিবেচনায় নয়, জন্মগত অধিকারের ভিত্তিতে সবাই শান্তিতে বসবাস করতে পারবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুসলমানদের মসজিদ পাহারা দিতে না হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের উপাসনালয়ও পাহারা দিতে হবে না—এটাই আমাদের ন্যায্যতার সমাজব্যবস্থার ধারণা।”

পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে তিনি বলেন, “এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। বিশ্বের ৯১টি রাষ্ট্রে এ ব্যবস্থা চালু আছে। আমরা চাই বাংলাদেশের জনগণও এমন একটি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিক যেখানে ভোটের মর্যাদা রক্ষা পাবে। আমাদের প্রতিপক্ষ পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়, কিন্তু তারা জনগণের কল্যাণ নয়, নিজেদের স্বার্থই রক্ষা করতে চায়।”

তিনি আরও যোগ করেন, “বিগত ১৬ বছরে জামায়াতের নেতাকর্মীরা শত নির্যাতন ও দমন-পীড়নের মুখেও আদর্শ রাষ্ট্র গঠনের চেষ্টা থেকে পিছিয়ে যায়নি। আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর দেশ নতুন রূপ পাবে—দুর্বৃত্তায়ন, টেন্ডারবাজি ও মাদক ব্যবসা বন্ধ হবে। কিন্তু বাস্তবে দেখা গেল কেবল হাতবদল হয়েছে, চরিত্র বদলায়নি। একমাত্র জামায়াতে ইসলামীই এমন একটি দল যারা কোনো ধরনের চাঁদাবাজি বা দখলবাজিতে সম্পৃক্ত নয়।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে এমপি প্রার্থী ড. একেএম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী।

  • শেয়ার করুন