প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫
ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক অস্ট্রেলীয় নাগরিক ও ত্রাণবাহী জাহাজ কনশায়েন্স-এর ক্যাপ্টেন ম্যাডেলিন হাবিবকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখা হবে, যদি না তিনি একটি ঘোষণাপত্রে সই করেন—এমনই তথ্য জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে।
তাসমানিয়ার অধিবাসী হাবিবকে গত ৮ অক্টোবর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করার অভিযোগে আটক করা হয়। বর্তমানে তিনি দক্ষিণ ইসরায়েলের কেতসিওত কারাগারে বন্দি রয়েছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সদস্যদের একটি ঘোষণাপত্রে সই করতে বলা হয়েছে, যেখানে উল্লেখ রয়েছে যে তারা গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছেন। ওই কাগজে সই করলে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। কিন্তু হাবিব তাতে সই করতে অস্বীকৃতি জানান। ফলে তাকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অস্ট্রেলীয় সিনেটর নিক ম্যাককিম জানিয়েছেন, নেগেভ মরুভূমির এই উচ্চ নিরাপত্তা কারাগারে মূলত ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের রাখা হয়, যাদের অনেকে ইসরায়েলের মতে ‘জঙ্গি কর্মকাণ্ডে জড়িত’। তিনি হাবিবের প্রতি আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই বহরের সঙ্গে আরও ১৪০ জনের বেশি সাংবাদিক, সমাজকর্মী ও মানবাধিকারকর্মীকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে মুক্তি দিয়ে জর্ডানে পাঠানো হয়েছে এবং পরে তারা অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন।
অস্ট্রেলীয় পার্লামেন্টে এক শুনানিতে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাবিবের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান, তবে গোপনীয়তার কারণে বিস্তারিত প্রকাশ করেননি।
কারাগারে থেকে হাবিব অভিযোগ করেছেন, তাকে ‘অপমানজনক আচরণের’ মুখে পড়তে হয়েছে, যদিও শারীরিক নির্যাতন করা হয়নি। তিনি জানিয়েছেন, তাকে কেবল বাসি রুটি ও বিবর্ণ রঙের পানি দেওয়া হচ্ছে এবং তার সেলে ছারপোকার উপদ্রব রয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, “আমরা আশা করি ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী বন্দিদের প্রতি মানবিক আচরণ করবে।”
সরকারি ছুটির কারণে অস্ট্রেলীয় কর্মকর্তারা আগামী বুধবারের আগে হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না বলে জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন রবিবার তার মুক্তি হতে পারে।
ইসরায়েলি সরকার ও দূতাবাসের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলেও তারা এখনো কোনো মন্তব্য করেনি।