প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর বৌশেরহাট এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী ৪০টি পরিবারের সদস্যরা বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে তারা ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।
রায়পাশা-কড়াপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জয়দেব সিং-এর নেতৃত্বে এই পরিবারগুলো বিএনপিতে যোগ দেন বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।
তিনি জানান, বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৌশেরহাটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন।
এ ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, নুরুল আমিন, আলহাজ মন্টু খান, মাহাবুবুল আলম বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জয়দেব সিং-এর নেতৃত্বে ৪০টি হিন্দু পরিবারের নারী-পুরুষ আবুল কালাম শাহীনের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।