‘রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি করছে আমলাতন্ত্র’ — সামান্তা শারমিন

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণরা রাজনীতিতে আসার মাধ্যমে রাষ্ট্রের কাঠিন্য এবং বিপক্ষ শক্তির বাস্তব অভিজ্ঞতা পাচ্ছে। তিনি বলেন, দেশে প্রচুর আমলা, সচিব ও প্রতিমন্ত্রী রয়েছেন, যারা প্রতিনিয়ত জনগণের স্বার্থের বিপক্ষে কাজ করছেন।

রোববার (১৯ অক্টোবর) ‘ভাষানটেক বস্তিবাসী পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন চুক্তি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক বাতিল আদেশ প্রত্যাহারসহ সব বস্তি পুনর্বাসন এবং শহীদ পরিবারের কলমিলতা বাজারের ক্ষতিপূরণ, ভূমি হুকুম দখল ২০১৭ সালের আইন প্রদানে সরকারের সমস্যা কোথায়’—শীর্ষক এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকটি আয়োজন করে বস্তিবাসী ও শহীদ পরিবার ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিম।

সামান্তা শারমিন বলেন, “আমলারা কোনো না কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন। তাদের দিয়ে রাজনৈতিক স্বার্থে কাজ করানো হয়। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। তাদের অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে—তারা কতটুকু জনগণের জন্য কাজ করছেন?”

তিনি আরও বলেন, “আগে যেমন জনগণ প্রেসক্লাবের সামনে তাদের দাবি নিয়ে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতেন, এখন তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছেন। কিন্তু জনগণকে কেন রাষ্ট্রের প্রধান উপদেষ্টার কাছে যেতে হবে? সচিব ও আমলাদের দায়িত্বই তো জনগণের সমস্যা সমাধান করা। তারা যদি কাজ করতেন, তাহলে এসব ইস্যু তৈরি হতো না। দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে এই আমলাতন্ত্র—যা রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।”

এনসিপি মুখপাত্র আরও অভিযোগ করেন, “দেশে যখন যে সরকার আসে, তখন তাদের পছন্দের লোকজনই চাকরি পায়। আওয়ামী লীগ আমলে নিয়োগ পায় আওয়ামী লীগপন্থিরা, আবার বিএনপি বা জোট সরকারের আমলে নিয়োগ পেত বিএনপি-জামায়াতপন্থিরা। কিন্তু এখন এমন অবস্থায় পৌঁছেছি যে, আমাদের চেহারা দেখিয়ে চাকরি দেয় তারা।”

তিনি বলেন, “এই বৈষম্যের কারণেই দেশের সবচেয়ে বড় হাহাকারের জায়গা তৈরি হয়েছে প্রেসক্লাব। এখন মাদ্রাসার শিক্ষকরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন, অথচ এসব সমস্যার সমাধান সচিব পর্যায়ে আলোচনার মাধ্যমেই সম্ভব ছিল। কিন্তু প্রশাসনিক উদ্যোগ না থাকায় শিক্ষক, বস্তিবাসীসহ নানা শ্রেণির মানুষকে আন্দোলনে নামতে হচ্ছে।”

এদিকে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে বিএনপিপন্থি শিক্ষক সংগঠনগুলো প্রতিহতের ঘোষণা দিয়েছে।

  • শেয়ার করুন