33.3 C
Khulna
Friday, May 23, 2025

২৭ জুলাই খুলনায় ৮০ জন করোনা শনাক্ত।

২৭ জুলাই খুলনায় ৮০ জন করোনা শনাক্ত। ২৭ জুলাই খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ২৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ ২৭ জুলাই তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।

যার মধ্যে খুলনার ৪৬ জন।
খুলনার নমুনা ছিল ১৮৪ টি।
এই নিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১০৯ জনে।
এবং মৃত্যুবরণ করেছেন ৬৪ জন।।
মোট সুস্থতার২২৭৯ জন।।

বাকিদের মধ্যে সাতক্ষীরার ২০, বাগেরহাটের ৮ , যশোরে ১, নড়াইলে ৩ এবং ঝিনাইদহ ২ জন করোনা শনাক্ত হয়।

ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ