প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিঃশর্ত ক্ষমা চাওয়ার বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি জামায়াতের অতীত কর্মকাণ্ডকে ‘সামান্য ভুল’ নয়, বরং ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহিন সরকার লিখেছেন, “জামায়াতে ইসলামীর দ্বারা এ দেশের মানুষ সামান্য কষ্ট পায়নি, কিংবা জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি— যার জন্য তাদের শর্তহীন ক্ষমা করতে হবে। তারা যেটা করেছে, সেটা গণহত্যা।”
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ‘অতীতের ভুল’-এর জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মাহিন সরকার প্রশ্ন তোলেন, “যদি সেটা সামান্য ভুলই হতো, তবে ২৪ পরবর্তী সংবিধান সংস্কারের সুপারিশে তারা গণহত্যার শাস্তির বিধানের বিরোধিতা করতো না।”
এনসিপি নেতা আরও বলেন, বাংলাদেশের জনগণ এখন গণহত্যাকারী ও দেশদ্রোহী শক্তি সম্পর্কে যথেষ্ট সচেতন।
তিনি জোর দিয়ে বলেন, গণহত্যার মতো অপরাধ কোনোভাবেই ‘ভুল’ বলে চালিয়ে দেওয়া যায় না, এবং জাতির প্রতি এ ধরনের ক্ষমা প্রার্থনা কখনোই গ্রহণযোগ্য নয়।