কাবিনে যেহেতু সই করেছেন, সংসারও করতে হবে

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫

  • শেয়ার করুন

কুমিল্লা, ৩০ অক্টোবর:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি দল ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করেও এখন সেই চুক্তির বিপরীতে অবস্থান নিয়েছে। এটি জনগণকে বিভ্রান্ত করার শামিল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সংস্কার যদি না করতে চান, তাহলে রাস্তাখোলা আছে। জনগণের সামনে এসে বলতে হবে—আমরা ডিভোর্স দিতে চাই। মুখোশ পরে জনগণের সামনে অভিনয় করা যাবে না। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।”

হুঁশিয়ারি উচ্চারণ করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “যারা জাতীয় স্বার্থের বিরোধিতা করে সংস্কারের বিপক্ষে ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে, তাদের বিষয়ে জাতিকে সতর্ক থাকতে হবে। আজ যারা সংস্কারের বিপক্ষে ‘না’ বলছে, তারাই ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান নেবে।”

তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “এই শক্তিকে চিহ্নিত করে রাখতে হবে। তারা অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

পথসভা শেষে তিনি ফিতা কেটে কুমিল্লার লাকসাম উপজেলায় এনসিপির স্থানীয় দলীয় কার্যালয় উদ্বোধন করেন।

  • শেয়ার করুন