বৈশ্বিক মহামারি ভাইরাসে খন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ।
শক্তিধর দেশগুলোও করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২ লাখ ১০ হাজার ৪৫২ জন।
মারা গেছে ৬ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।
তবে দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে।
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২৫ হাজার ৩৩৯ জন ও মৃত্যু এক লাখ ৫০ হাজার ২৮৩ জন।
এরপরই ব্রাজিলে ২৪ লাখেরও বেশি আক্রান্ত ও ৮৭ হাজারেরও বেশি মৃত্যু।
ভারতে মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৫০৩ জন।
করোনায় বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬৫ জনের।
শনাক্ত হয়েছে দুই লাখ ২৬ হাজার ২২৫ জন ও এ পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন।
চীন এই ভাইরাসটি আবার দেখা দিয়েছে, ২৭ জুলাই নতুন করে ৬১ জন রোগী শনাক্ত যা ২য় দফায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
করোনা থেকে সেরে উঠলেন ১ কোটির বেশি মানুষ
