আমাকে আপনাদের ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে দেখবেন: রুশদী

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫

  • শেয়ার করুন

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ব্যক্তির চেয়ে দল, আর দলের চেয়ে দেশ বড়। তাই ব্যক্তিগত রেষারেষি পাওয়া না পাওয়ার হিসাব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর নতুনবাজারে সাদিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী লুনা বলেন, দলের ভিতরে অনেকের বেদনা থাকতে পারে—কেউ পেয়েছেন, কেউ পাননি, কেউ পেয়েও আরও চেয়েছেন; কিন্তু একটি বড় দলে সবার সব চাওয়া পূরণ করা সম্ভব নয়। এখন আমাদের একটাই লক্ষ্য—বিএনপিকে বিজয়ী করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন করা।

তিনি বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার পর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি সিলেট-২ আসনের দায়িত্ব গ্রহণ করি। তখন থেকেই আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে আমি সবসময় মনে করেছি, বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষ আমার কাছে একটি আমানত। হয়তো ইলিয়াস আলীর মতো দিতে পারিনি, তবে আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ইলিয়াস আলীর করে যাওয়া উন্নয়ন কর্মকাণ্ডের সংস্কারও করা হয়নি। বরং উন্নয়নের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি-গাড়ি কিনে আরাম আয়েশে বসবাস করছে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা আমাদের কারোরই বিদেশে বাড়ি-গাড়ি নেই। আমরা পালিয়ে যাওয়ার কোনো সুযোগ রাখিনি আমরা আপনাদের সঙ্গেই আছি, থাকব ইনশাআল্লাহ।

আগামী নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তাহসিনা রুশদী লুনা বলেন, এই নির্বাচনে আমাকে আপনারা ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে দেখবেন। ধানের শীষে ভোট দেবেন, মনে করবেন এই ভোট ইলিয়াস আলীর প্রতি ভালোবাসার প্রতীক। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন হয়েছে। আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার ফিরে পাবে।

আরও দেখুন
প্রতিবেদন
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এসএম মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী আব্দুর রবের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আব্দুল হাকিম ও শাহ এহিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মানিক ও আলী আছগর ফয়েজ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দপ্তর সম্পাদক মো. ইমাদ উদ্দিন লিলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা হারুনুর রশীদ এবং ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন