প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫
খুলনা প্রতিনিধি :
রূপসা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া শেখ মহিদুল হক মিঠু (৪৫)-এর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে রূপসা রেলব্রিজ সংলগ্ন পাওয়ার প্লান্টের (জাবুসা) সামনে নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ নভেম্বর রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাট এলাকায় যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন মিঠু। ঘটনার সময় তিনি খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিকে এডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং পেশাগত কাজ শেষে নিজ গ্রাম রূপসা উপজেলার তালিমপুরে ফিরছিলেন।
দীর্ঘ রাতব্যাপী অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও নৌবাহিনীর যৌথ তল্লাশিতে বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।