বেগম খালেদা জিয়া শুধু তারেক-কোকোর মা নন, তিনি বাংলার মা: শামা ওবায়েদ

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫

  • শেয়ার করুন

ফরিদপুর–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “বেগম খালেদা জিয়া শুধু তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মা নন, তিনি সমগ্র বাংলাদেশের মায়ের মর্যাদায় অধিষ্ঠিত। জাতির ক্রান্তিকালে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে লড়াই করে তিনি দেশের মানুষের মায়ের স্থান অর্জন করেছেন।”

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নিহত নেতা–কর্মীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ ফকির, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

  • শেয়ার করুন