খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫

  • শেয়ার করুন

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তার গাড়ি বহর সেখানে পৌঁছায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

এ সময় প্রধান উপদেষ্টার কাছে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তুলে ধরেন তার মেডিক্যাল বোর্ড সদস্য ডা. জাফর ইকবাল।

  • শেয়ার করুন