স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেই গ্রেপ্তার হলেন সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫

  • শেয়ার করুন

মনোনয়ন সংগ্রহ করে বাড়ি ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা ও শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকা থেকে পূর্ববর্তী একটি মামলার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মাগুরা জেলা প্রশাসকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসের কার্যালয় থেকে মাগুরা এক আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুতুবুল্লাহ কুটি। সেখান থেকে বাড়ি ফেরার পথেই গ্রেপ্তার হন তিনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, মাগুরায় আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে আজ সোমবার মোট ৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন ও মাগুরা-২ আসনের এমবি বাকের, মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি।

  • শেয়ার করুন