প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫
খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধের পর মুক্তা হাউস থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজন নারী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে মহানগর ডিবি (গোয়েন্দা) পুলিশ খুলনা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, তদন্তের স্বার্থে আপাতত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। আটক নারীকে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনগত করণীয় শেষে বিস্তারিত জানানো হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪২) খুলনা নগরীর সোনাডাঙ্গার একটি ভাড়া বাসার ভেতরে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে ‘মুক্তা হাউজ’ নামে ওই বাসার নিচতলায় ঘটনাটি ঘটেছে।