26.3 C
Khulna
Friday, May 23, 2025

করোনা আক্রান্ত নেইমার

পিএসজির তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন এমন খবর ফরাসি ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে ।
ক্লাবটির পক্ষ থেকে নাম প্রকাশ না হলেও ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লে’কিপে জানিয়েছিল ডি মারিয়া ও পারেদেসের কোভিড-১৯ পজিটিভ ।
করোনায় আক্রান্তরা হলনে , নেইমার, ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস

বকি খেলোয়ার দের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওযা হচ্ছে ।
করোনা পরীক্ষা করে সকলকে ছাড়পত্র নিতে মাঠে ন্মতে হবে ।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ