27.8 C
Khulna
Friday, May 23, 2025

খুলনায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন করলো স্ত্রী

খুলনায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেছে তার স্ত্রী। শুক্রবার (০৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।

জানা যায়, খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি মধ্যপাড়া এলাকায় আলামীন শেখের (৩৫) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী সুবর্ণা বেগম। আহত আলামীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেনা সদস্য আলামীন স্থানীয় মধ্যপাড়া এলাকার মৃত আহমেদ শেখের ছেলে।

পুলিশের সূত্রে জানা গেছে, শুক্রবার সেমাই রান্না করে তার মধ্যে ঘুমে ওষুধ দিয়ে স্বামীকে খাওয়ায় স্ত্রী সুবর্ণা বেগম। ঘুমিয়ে পড়লে বটি দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়ে গলায় পোজ দেয়। এসময়ে পার্শ্ববর্তী লোকজন এসে রক্তাক্ত অবস্থায় আলামীন শেখকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন।

একাধিক সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় ক্ষুব্ধ হন স্ত্রী। স্বামীর বিরুদ্ধে প্রায় নির্যাতনের অভিযোগ রয়েছে সুর্বণা বেগমের। ১৩ বছরের সংসারে ছিনতিয়া নামের দশ বছরের একটি কণ্যা সন্তান রয়েছে এ দম্পতির।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, এঘটনায় অভিযুক্ত সুর্বণা বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

News Source: barta24

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ