25.8 C
Khulna
Saturday, August 23, 2025

খুলনায় ট্রাক চাপায় আব্দুল হান্নান শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর আড়ংঘাটা থানার বাইপাস এলাকার শলুয়া রোডে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হান্নান শেখ আড়ংঘাটা উত্তরপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে। পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার কন্যা একটি সন্তান প্রসব করেছে। সকালে তিনি নাতিকে দেখতে হাসপাতালে যান। বিকেলে হাসপাতাল থেকে সাইকেল চালিয়ে আড়ংঘাটা উত্তরপাড়া বাড়িতে ফিরছিলেন। আড়ংঘাটা-শলুয়া রোডে পৌছানো মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ( ঢাকা মেট্রো চ ১১-০৮০৭) চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে ঘাতক ট্রাকটি আটক করলেও চালককে আটক করা সম্ভব হয়নি

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ