25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

আসিম মুনিরকে ফোন করে ধন্যবাদ জানালেন ইরানের সেনাপ্রধান

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ফোন করে ইসলামাবাদের ‘সাহসী ও দৃঢ় অবস্থান’-এর জন্য ধন্যবাদ জানিয়েছেন। রোববারের এই ফোনালাপ সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এবং মেহের নিউজ জানায়, মুসাভি বিশেষ করে ইসরায়েলি আগ্রাসনের সময় পাকিস্তানি জনগণের ‘নির্ভীক অবস্থানের’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ১৩ জুন ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নজিরবিহীন সামরিক হামলা চালায়। এ হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ সাধারণ নাগরিক, নারী ও শিশুরাও প্রাণ হারান। জেনারেল মুসাভি অভিযোগ করেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দেয়।

পরবর্তী সময়ে, ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়—ইস্পাহান, নাতানজ এবং ফোরদো। এই স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল।

মুসাভি বলেন, শুধু ইসরায়েলকে সহায়তা করাই নয়, ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়েও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সক্রিয় ছিল। এছাড়া, আরও কয়েকটি পশ্চিমা দেশও ইসরায়েলকে সরাসরি ও পরোক্ষভাবে সহায়তা করেছে বলে তিনি দাবি করেন।

যুদ্ধের ক্ষয়ক্ষতি স্বীকার করে মুসাভি বলেন, ‘যুদ্ধের শুরুর দিকে আমাদের কয়েকজন অভিজ্ঞ ও শীর্ষ সেনা কর্মকর্তাকে হারালেও আমরা শত্রুর লক্ষ্য অর্জনে বাধা দিতে পেরেছি। এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছি, যেখানে শত্রুই শেষ পর্যন্ত যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়েছে।’

১২ দিন স্থায়ী এই সংঘাত শেষে ২৩ জুন ইসরায়েল হামলা বন্ধ করে এবং যুক্তরাষ্ট্রও যুদ্ধবিরতির ঘোষণা দেয়। সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ