26.4 C
Khulna
Monday, July 7, 2025

সাংবাদিক হলে এনসিপির প্রচারণায় নির্দ্বিধায় অংশ নিতাম: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “যদি আমি সাংবাদিক হতাম—বিশেষ করে একজন ফ্রিল্যান্স রিপোর্টার—তবে আমি নির্দ্বিধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী যাত্রায় অংশ নিতাম।”

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এসব কথা বলেন। তিনি লেখেন, “তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এনসিপির এই সফর কেবল একটি নির্বাচনী প্রচারণা নয়—এটি একটি নতুন রাজনৈতিক ভোরের সূচনা। এমন একটি ভোর, যা বাংলাদেশের ভবিষ্যতের গতিপথ পাল্টে দিতে পারে।”

শফিকুল আলম আরও উল্লেখ করেন, “মাত্র এক বছর আগে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটি গণআন্দোলন এক নৃশংস শাসকের পতন ঘটিয়েছিল। আজ সেই তরুণরাই দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, জনগণের সমর্থন সংগ্রহ করে নতুন এক রাজনৈতিক শৃঙ্খলার ভিত্তি নির্মাণে ব্যস্ত। যাদের একসময় ক্লান্ত ও বিতর্কিত মনে হতো, তারাই এখন নতুন উদ্দীপনায় রাজপথে। এই যাত্রা যেন তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। তাদের আশা এখন আকাশছোঁয়া, লক্ষ্যও সুস্পষ্ট।”

তিনি এনসিপির চলমান কর্মসূচি প্রসঙ্গে লিখেছেন, “শহর থেকে গ্রাম, মাঠ থেকে মোড়—এনসিপির বহর যেখানেই যাচ্ছে, সেখানে তারুণ্যের জোয়ার স্পষ্ট হয়ে উঠছে। হাজারো তরুণ-তরুণী উৎসাহ নিয়ে এই অভিযাত্রায় যোগ দিচ্ছে। তবে প্রশ্নও উঠছে—তারা কি সত্যিই বিএনপি কিংবা জামায়াতের মতো পুরনো ও সংগঠিত রাজনৈতিক শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে?”

এই কর্মসূচিকে তিনি রাজনৈতিক পরীক্ষার অংশ হিসেবে উল্লেখ করে লিখেছেন, “এ সফর আসলে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা—বাংলাদেশের গণতন্ত্র কোন পথে অগ্রসর হবে, তা নির্ধারণের। গোটা বিশ্ব তাকিয়ে আছে, তরুণ প্রজন্ম কিভাবে দেশের রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। যদি তারা জনগণের সমর্থন ধরে রাখতে পারে, তাহলে আন্তর্জাতিক গণমাধ্যমও তাদের পাশে এসে দাঁড়াবে।”

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, “মাঠপর্যায়ে থাকা সংবাদকর্মীদের জন্য এটি একটি বিরল সুযোগ। এটি শুধু একটি রাজনৈতিক আন্দোলন কাভার করার বিষয় নয়—বরং ইতিহাসের অংশ হয়ে ওঠার সুযোগ। এ যাত্রার স্বপ্ন, সংকট ও পরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরলে তা সাংবাদিকতার গণ্ডি ছাড়িয়ে একটি যুগান্তকারী প্রামাণ্য দলিলে পরিণত হতে পারে।”

তিনি আরও বলেন, “ফেসবুক বা এক্স-এর মতো সামাজিক মাধ্যমে নিয়মিত রিপোর্ট ও ব্যক্তিগত পর্যবেক্ষণ শেয়ার করলে এই পরিবর্তনের অন্তরালের চিত্র স্পষ্ট হয়ে উঠবে। আপনার লেখাগুলো হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন রাজনৈতিক ভোরের গুরুত্বপূর্ণ দলিল। তাই এগিয়ে আসুন, লিখুন—এই রূপান্তরের সময়ের একজন প্রত্যক্ষ সাক্ষী হয়ে উঠুন।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ