26.4 C
Khulna
Monday, July 7, 2025

সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’: আমিনুল

৫ জুলাই ২০২৫ ।। প্রতিদিন খুলনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। তবে সরকারের স্বৈরাচারী আচরণ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর থেকেই দেশের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সাকিবকে অবৈধ সরকারের অংশ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “স্বৈরাচারের দোসর হিসেবে তার বিচার রাষ্ট্রই করবে। যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেঈমানি হবে যদি সাকিবের ভূমিকা ভুলে যাওয়া হয়।”

আমিনুল আরও বলেন, “সাকিব ১৭ বছরের স্বৈরাচারী সরকারের একজন এমপি হয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। নিজের স্বার্থে অবৈধ সংসদে যোগ দিয়েছেন তিনি। এ ধরনের ব্যক্তিদের বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচার হবে, ইনশাআল্লাহ।”

জানা যায়, ২০২৪ সালের নির্বাচনে সাকিব এমপি হলেও দেশের বাইরে ছিলেন গত বছরের জুলাই থেকে। এরপর গণআন্দোলন শুরু হলে আর দেশে ফেরেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক সিরিজে ফেরার কথা থাকলেও জনরোষের কারণে তা হয়নি। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আদালত অবমাননার দায়ে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাকিবের রাজনীতিতে আগ্রহ নতুন নয়। ২০১৮ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তখন না পেলেও ২০২৪ সালে সংসদে প্রবেশ করেন। তবে খেলোয়াড়ি জীবনের মধ্যেই রাজনীতিতে সক্রিয় হওয়ায় ক্রীড়া ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে গত বছরের অভ্যুত্থান চলাকালে তার কিছু মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট তার জনপ্রিয়তায় বড় ধাক্কা দেয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ