26.4 C
Khulna
Monday, July 7, 2025

মোংলায় বিএনপি নেতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের ভয়াবহ হামলা

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে বিএনপির এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে এ হামলায় চিলা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ বাবুল হাওলাদারসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শনিবার (৫ জুলাই) আহতদের স্বজন রিয়াদ জমাদ্দার মোংলা থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বৌদ্ধমারী বাজারের একটি চায়ের দোকানে সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধে আহ্বান জানাচ্ছিলেন ইলিয়াস জমাদ্দার। এ সময় স্থানীয় কাদের জমাদ্দারের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বিষয়টি মীমাংসার উদ্দেশে ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা বাবুল হাওলাদারসহ আরও কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাদের জমাদ্দার, আলামিন জমাদ্দার, মামুন জমাদ্দার, জাহিদ বেপারীসহ একদল স্থানীয় সন্ত্রাসী।

হামলাকারীরা চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহতদের গুরুতর জখম করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে বাবুল হাওলাদার, ইলিয়াস জমাদ্দার ও মো. জ্যাকির মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনার পর মোংলা উপজেলা ও চিলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ