পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর এবার রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘চাঁদা’ না পেয়ে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেলে এ কে বিল্ডার্সে হামলা চালিয়ে তারা গুলি ছোড়ে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে জানান, তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। না দেওয়ায় এর আগেও দুইবার হামলা হয়েছে। গতকালের হামলায় ৩০-৪০ জন অংশ নেয়।
পল্লবী থানার ওসি বলেন, হামলায় গুলির ঘটনা ঘটেছে, তবে এখনো মামলা হয়নি, তদন্ত চলছে।
এদিকে পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে মাসে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা পিটিয়ে ও পাথর মেরে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তদন্তে চাঁদাবাজির প্রমাণ মিলছে।