26.2 C
Khulna
Friday, August 8, 2025

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ৩১ আগস্ট

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটি ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে। সফরের পরদিন, ৩১ আগস্ট, তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। বৈঠকের পর একান্ত আলোচনা ও মধ্যাহ্নভোজ শেষে সেদিনই ঢাকা ত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী মেলোনি।

এর আগে ১৯৯৮ সালের জানুয়ারিতে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছিলেন।

বাংলাদেশ ও ইতালির মধ্যে চলতি বছরের মে মাসে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য ছিল অবৈধ অভিবাসন প্রতিরোধ করে নিরাপদ ও নিয়মিত অভিবাসনের পথ সুগম করা। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, আর ইতালির পক্ষে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

এই চুক্তির আওতায় ইতালি ‘সিজনাল’ ও ‘নন-সিজনাল’—দুই ধরনের কর্মী বাংলাদেশ থেকে নেবে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সবসময় বৈধ উপায়ে শ্রমিক আগমনকে উৎসাহিত করি। এই সমঝোতার মাধ্যমে আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে।”

বর্তমানে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১.৫ বিলিয়ন ডলার। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ চামড়াজাত পণ্যও রপ্তানি করে থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, ইতালির প্রযুক্তি ও বাংলাদেশের দক্ষ মানবসম্পদ একত্রে নতুন বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টি করতে পারে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ