27.1 C
Khulna
Friday, August 8, 2025

ছাত্রীরা রাত ১০টার মধ্যে হলে না ঢুকলে আসন বাতিল: সহকারী প্রক্টর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে না ফিরলে আসন বাতিলের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত থেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে।

বিশ্ববিদ্যালয়ের “জুলাই বিপ্লব উদ্যান” ও আশপাশের লেডিস হল এলাকায় টহলের সময় সহকারী প্রক্টর নাজমুল হোসেইন ছাত্রীদের দ্রুত হলে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং বলেন, নির্দিষ্ট সময়ের বাইরে থাকলে তাদের আসন বাতিল করা হতে পারে। এ সময় তার হাতে খাতা-কলমও ছিল।

ছাত্রীদের দাবি, এটি বৈষম্যমূলক আচরণ। তবে সহকারী প্রক্টর বলেন, নিরাপত্তার স্বার্থে এমন সতর্কতা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, রাত ১০টার মধ্যে আবাসিক হলে প্রবেশ বাধ্যতামূলক।

প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, হল বা প্রশাসন থেকে এখনো এমন কড়া নির্দেশনা দেওয়া হয়নি, তবে অন্ধকার স্থানে অবস্থান না করতে বলা হয়েছে নিরাপত্তার কারণে।

মূল পয়েন্টগুলো:

সহকারী প্রক্টরের বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে।

শিক্ষার্থীরা একে বৈষম্যমূলক আচরণ বলছেন।

প্রশাসন বলছে এটি নিরাপত্তার উদ্দেশ্যে করা হয়েছে।

এই বিষয়ে এখনো স্পষ্ট কোনো প্রশাসনিক আদেশ নেই।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ