পাকিস্তান সফর শুরু করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২ আগস্ট) পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটা পেজেশকিয়ানের প্রথম পাকিস্তান সফর। এই সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন, যার মধ্যে জেষ্ঠ্য মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানিয়েছে, দুইদিনের রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। সফর শুরুর আগে তেহরানে পেজেশকিয়ান সাংবাদিকদের বলেন, এই সফরের উদ্দেশ্য ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। তার কথায়, তেহরান ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো এবং বার্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
সফরকালে দুই দেশের সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। পেজেশকিয়ান বলেন, ‘আমরা বিশ্বাস করি আন্তঃসীমান্ত বাজার এবং সংযোগ পারস্পরিক সহযোগিতার জন্য নতুন পথ খুলে দিতে পারে।’