26.7 C
Khulna
Tuesday, August 19, 2025

ভাবিকে ধর্ষণ করতে গিয়ে স্পর্শকাতর অঙ্গ হারালেন দেবর

যশোরের শার্শায় ভাবিকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মফিজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। সোমবার (১৮ আগস্ট) সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ঘটে ১২ আগস্ট রাতে উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। আহত মফিজুল ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওই রাতে মফিজুল নির্জন স্থানে তার ভাবিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে নারীটি ধারালো অস্ত্র দিয়ে দেবরের গোপনাঙ্গে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে মফিজুল স্থানীয় এক চিকিৎসকের কাছে গেলে তাকে আটটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রামবাসীর অভিযোগ, মফিজুল ও তার ভাবির মধ্যে আগে থেকেই অনৈতিক সম্পর্ক ছিল এবং এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। তবুও এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের বিস্মিত করেছে।

ভুক্তভোগী নারী জানান, দেবর দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছিল। বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।

শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী নারী মামলা করেছেন। পরে সোমবার ভোরে পুলিশ মফিজুলকে তার বাড়ি থেকে আটক করে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ