25.7 C
Khulna
Thursday, August 21, 2025

উপদেষ্টা মাহফুজের দেরি, অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের

পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বুধবার (২০ আগস্ট) বেলা ৩টায়। কিন্তু প্রধান অতিথি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপস্থিত না হওয়ায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ক্ষুব্ধ সাংবাদিকরা।

বুধবার সকালে তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানায় মন্ত্রণালয়। বিকাল ২টা ২০ মিনিটে সংশোধিত আমন্ত্রণে অনুষ্ঠান এক ঘন্টা পিছিয়ে ৪টায় করা হয়। তবে অনুদানের জন্য আমন্ত্রিত সংশ্লিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা ৩টা থেকেই সম্মেলন স্থলে উপস্থিত হয়ে যান।

এদিকে বিকাল ৪টার পরেও উপদেষ্টা না আসায় সাংবাদিকদের অস্থিরতা প্রকাশ করতে দেখায় যায়। এসময় আমন্ত্রিত অন্য অতিথিদেরও সময় পার করতে বার বার চেয়ার ছাড়তে দেখা যায়।বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, উপদেষ্টা বাসা থেকে রওনা হয়েছেন। অবশ্য সাড়ে ৪টার পর তারা আর নতুন কোনো তথ্য দেননি।

এসময় সাংবাদিকরা একে অন্যের সঙ্গে নিজেদের ক্ষোভ ও হতাশার কথা বলতে শুরু করেন। আগেও বিভিন্ন সময় উপদেষ্টার বিলম্বে আসার অভিজ্ঞতা তুলে ধরেন কেউ কেউ।

সময় যখন বিকাল ৪টা ৪৫ মিনিট, তখন একরকম ঘোষণা দিয়ে সব সাংবাদিকরা একে একে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।অনুষ্ঠানস্থল ত্যাগ করা সাংবাদিকদের মধ্যে বেশ কয়েকটি টিভি, দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি ছিলেন। বিলম্বের কারণ জানতে উপদেষ্টাকে ফোন করা হলে তিনি কল কেটে দেন।

পরে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাংবাদিকরা চলে যাওয়ার ১৫ মিনিট পর বিকাল ৫টায় অনুষ্ঠানস্থলে আসেন উপদেষ্টা। সন্ধ্যা ৬টায় শেষ হয় অনুদান প্রদান অনুষ্ঠান।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ