24.2 C
Khulna
Friday, August 22, 2025

খুলনার আঞ্চলিক ভাষায় ভোট চাইলেন আশরেফা, বললেন ‘আমি ভদ্র মানুষির মাইয়ে’

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে মনোনীত এজিএস প্রার্থী আশরেফা খাতুন ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আমি হলাম গিয়ে খুলনার মানুষ। ভদ্র মানুষির মাইয়ে। তুমাগে সাথে কোনো ক্যাচালে যাব না। আমারে ভোট দিলি তুমরা এমন একজনকে পাবা যে তুমাগে দাবি আদায় করার জন্যি কোনো প্রশাসনের বাধাবিপত্তি মানবে না।বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে খুলনার আঞ্চলিক ভাষায় ভাব প্রকাশের মাধ্যমে তিনি এ মন্তব্য করে অভিনব পদ্ধতিতে ভোট চান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, শোনো ভাই, আমি হলাম গিয়ে খুলনার মানুষ। আমাগে অত ভয়ডর নাই। বছরে একটা-দুইডে ঘূর্ণিঝড় দেইখে দেইখে সব ঝই-ঝামেলা আমাগে গায়ে সয়ে গেছে। আমি ভদ্র মানুষির মাইয়ে। আমি তুমাগে সাথে কোনো ক্যাচালে যাব না।আশরেফা আরও বলেন, আমারে ভোট দিলি তুমরা এমন একজনকে পাবা যে তুমাগে দাবি আদায় করার জন্যি কোনো প্রশাসনের বাধাবিপত্তি মানবে না। আমার এক কথা, এক কাজ। এহন ভাইবে দেহো কী করবা।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ