ভারত-পাকিস্তান উত্তেজনা: যুদ্ধবিরতি কার্যকর, তবে ডগফাইট অব্যাহত
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর টানা ১৯ দিনের উত্তেজনার পর ভারত-পাকিস্তানের মধ্যে গত শনিবার (১০ মে) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ও হুমকিতে উত্তেজনা কমেনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে কড়া বার্তা দিয়ে বলেন, “ওদিক থেকে গুলি এলে, এখান থেকে গোলা ছোড়া হবে।”
২০১৯ সালের পুলওয়ামার পর এটি ছিল সবচেয়ে বড় হামলা। এর জেরে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, আর পাকিস্তান জবাবে সিমলা চুক্তি ও আকাশসীমা বন্ধসহ বাণিজ্য স্থগিত করে।
উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানান, দুপক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং নিরপেক্ষ স্থানে আলোচনায় বসবে।