26 C
Khulna
Friday, May 23, 2025

খুলনায় গাছে বেঁধে নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় আটক ২

খুলনায় বিরল মধ্যযুগীও কায়দায় এক বৃদ্ধকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ও এক মহিলার শ্লীলতাহানির ঘটনা পুলিশের হাতে আটক ২।
ভুক্তভোগীর অভিযোগের মাত্র কয়েক ঘন্টার ভিতর পুলিশের হাতে আটক ২ আসামী হল লিয়াকত আলি খা ও রানা খা, গ্রাম আমিরপুর, বটিয়াঘাটা, খুলনা।।
এ প্রসঙ্গে বটিয়াঘাটা থানার এস আই মনোজ ঘোষ বলেন, আমরা অভিযোগের কয়েক ঘন্টার ভিতরে দুজনকে আটক করেছি, আশা করেছি বাকিদের কেও দ্রুত আটক করা সম্ভব হবে।।
উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা যায়, ০৭ ডিসেম্বর বুধবার খুলনা, বটিয়াঘাটা আমিরপুরে মোঃ শাহিদুল নামে এক সরকারি কর্মকর্তাকে মধ্যযুগীও কায়দায় গাছের সাথে বেঁধে ধরে নির্যাতন করার ঘটনা ঘটে। অভিযুক্ত স্থানীয়রা হলেন, লিয়াকত খাঁ ((৬০) এবং তার দুই ছেলের রনি খা(৩৮) ও রানা খা(৩৬) এবং মাহফুজ শেখ(৩৮)।

তখন এক মহিলা এই ঘটনার ভিডিও করায়, রানা খা নামে এক যুবক তার মোবাইল নেওয়ার উদ্দেশ্যে ধস্তাধস্তি করে তার ওড়না খুলে ফেলে এবং শ্লীলতাহানি ঘাটায়,এবং মোবাইল ভেঙ্গে ফেলে দেয়।
উল্লেখ্য ঘটনার পর, ভিকটিম এর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করে।।
পুলিশের এই ভূমিকা সোশ্যাল মিডিয়া প্রশংসা কুড়াচ্ছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ