খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল ২৯ জুলাই নগরীর খালিশপুরে অভিযানটি পরিচালনা করেন.
তখন ”তালহা এন্টারপ্রাইজ” এর গোডাউনে নকল মাস্ক-স্যানিটাইজার জব্দ করেন ও প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন.
অভিযানের সময় প্রতিষ্ঠান থেকে নকল ৫০০ বোতল হ্যান্ড-স্যানিটাইজার, ৫০০ পিস নকল মাস্ক, নকল ২৫০ প্যাকেট মশার কয়েল,নকল হ্যান্ড স্যানিটাইজারের লেভেল, নকল ১৫০০ পিস নকল এলইডি ভাল্ব, নকল ডিটারজেন্ট পাউডার , ১৭ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়.
তখন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
– প্রতিদিন খুলনা