27.8 C
Khulna
Friday, May 23, 2025

খুলনায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় খন্দকার ফিরোজ আহমেদ (২৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ছোট ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে। তিনি আরআরএফ এনজি’র রূপসার কাজদিয়া শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কয়লা ভর্তি ট্রাক (খুলনা মেট্রো ট ১১-০৪২৩) খুলনা থেকে রূপসায় যাবার পথে আলাইপুর ব্রীজ পার হয়ে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার ইটভাটায় যাচ্ছিল। পথিমধ্যে এনজিও কর্মকর্তা ট্রাকের পাশ দিয়ে সামনে যাবার সময় ট্রাকের পিছনে মোটরসাইকেলের হ্যান্ডেল বেঁধে যায়, পরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। উত্তেজিত জনতা ধাওয়া দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাক চালককে আটক করতে না পারলেও ঘটনাস্থল থেকে হেলপারকে আটক করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ