28.7 C
Khulna
Thursday, May 22, 2025

১৪ বছর বয়সী আপন ভাগ্নের হাতে খুন হন শেওড়াপাড়ার ২ বোন

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোন মরিয়ম বেগম ও সুফিয়া বেগম হত্যার ঘটনায় জড়িত ভাগ্নে মো. গোলাম রব্বানী খান ওরফে তাজ (১৪)কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে ডিবি-মিরপুর। ৯ মে দুপুরে টাকা চুরির ঘটনা ধরা পড়ায় তাজ লেবু কাটার ছুরি ও শিল-নড়া দিয়ে খালাদের নৃশংসভাবে হত্যা করে। পরে কাপড় পাল্টে পালিয়ে যায়। গোপন তথ্যের ভিত্তিতে ১১ মে ঝালকাঠিতে তার নানা বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী রক্তমাখা কাপড় ও আলামত উদ্ধার করা হয়েছে।

আরও সংক্ষিপ্ত করে দিতে চাই?

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ