Home খেলাধুলা অনুশীলনে ফিরলেন নেইমার

অনুশীলনে ফিরলেন নেইমার

0
pratidinkhulna.com
pratidinkhulna.com

নেইমার যখন ইনজুরিতে পড়েছিলেন, তখন চিকিৎসকরা জানিয়েছিলেন তার ইনজুরি থেকে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু তার আগেই মাঠে দেখা গেছে নেইমারকে।
নেইমার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুই ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভালো বোধ করছি।
এ ছাড়া শনিবার রাতে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নেইমারের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায় কোনোরকম বেশ সাবলীলভাবেই ছুটছেন এই তারকা।
বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় বিশ্বকাপের শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না তা অবশ্য ব্রাজিল দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

Exit mobile version