Home খেলাধুলা রিজার্ভ ডেতে গড়াল আইপিএল ফাইনাল

রিজার্ভ ডেতে গড়াল আইপিএল ফাইনাল

0

অনেক চেষ্টা চললো ম্যাচ শুরুর। কিন্তু বৃষ্টিতে মাঠ যে খেলার জন্য অনুপযুক্ত। তাই নির্ধারিত দিনে হলো না আইপিএলের ফাইনাল। পিছিয়ে গিয়ে রিজার্ভ ডে’তে চলে গেল চেন্নাই-গুজরাটের ফাইনাল ম্যাচ।
১৬ তম আইপিএলের ফাইনাল ম্যাচের রির্জাভ ডে নির্ধারিত ছিল ২৯ মে, সোমবার। সেই রিজার্ভ ডে তে গড়াল আইপিএলের ফাইনাল।

আহমেদাবাদে রবিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল। কয়েকবার বৃষ্টি থামলেও মাঠ খেলার জন্য উপযুক্ত ছিল না। আম্পায়াররা সময় নিচ্ছিলেন। এই ফাঁকে ফের বৃষ্টি নামে। টসও হলো না। এমনকি শেষমেশ কার্টেল ওভারের জন্যও খেলার সময় বের করা গেল না। বৃষ্টিতে ধুঁয়ে গেল ম্যাচের সময়। বাধ্য হয়ে নিয়ম অনুযায়ী রির্জাভ ডে’তে গেল ফাইনাল।

সোমবার কোনো কারণে খেলা না হলে আইপিএলের বিধি অনুযায়ী বেশি পয়েন্ট থাকার সুবাদে গুজরাট চ্যাম্পিয়ন হবে।

সোমবার রাত আটটায় খেলা শুরু হবে। টস হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে আশঙ্কার বিষয় হলো সোমবার সন্ধ্যায়ও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া রিপোর্ট তাই জানাচ্ছে।

Exit mobile version